Tenses in English

Introduction – ভুমিকা

ইংরেজি পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী ভাষা। তাই আমাদের এই ভাষাটি সঠিক ভাবে প্রয়োগ করতে জানা খুব জরুরী। আর, আমরা জানি যে একটি ভাষা সঠিক ভাবে জানার জন্য সেটির ব্যাকরণ ভালোভাবে শেখা দরকার। ক্রিয়ার কাল (Tenses) ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ বিষয়। সঠিক ইংরেজি বলার জন্য কালের সঠিক প্রয়োগ আবশ্যিক, কারণ এটি ক্রিয়ার সময় ব্যক্ত করে। তাই অন্য কিছু শেখার আগে ক্রিয়ার কাল সম্পর্কে আমাদের খানিকটা জেনে নেওয়া খুব প্রয়োজন।

Verb and its 3 Forms – ক্রিয়া এবং এর ৩ রূপ

যে শব্দ দ্বারা কোনো কাজ হওয়া বা করা বোঝায় তাকে ক্রিয়া বলে। যেমন – খাওয়া, যাওয়া, খেলা, কাঁদা ইত্যাদি। ক্রিয়া যেকোনো ভাষার সবথেকে গুরুত্বপূর্ণ অঙ্গ, এবং ক্রিয়ার প্রয়োগ না করে কিছু বলা বা জিঞ্জাসা করা সম্ভব নয়।

ক্রিয়ার ৩ টি রূপ আছে। নীচের উদাহরণগুলি দেখলে বিষয়টি স্পষ্ট হবে:-

First Form Second Form Third Form Verb + ing
Run Ran Run Running
Play Played Played Playing
Speak Spoke Spoken Speaking
 

3 Major Tenses in English – ৩ প্রকার ক্রিয়ার কাল

যেকোনো ভাষার মতই ইংরেজিতেও ৩ ধরনের কাল বা tenses আছে। এগুলির মাধ্যমে কখন একটি কাজ সম্পন্ন হয়েছে, হচ্ছে বা হবে সেটা জানানো হয়।.
নীচের উদাহরণগুলি দেখলে বিষয়টি স্পষ্ট হবে:-

Tense
Description in Bengali
Example in English
Example in Bengali
Past Tense
যখন অতীতে ঘটে যাওয়া কোনো ঘটনার কথা বলা হয় তখন Past tense প্রয়োগ করা হয়।
 I was sleeping.
আমি ঘুমাচ্ছিলাম।
Present Tense
যখন বর্তমানে ঘটছে এমন কাজের ব্যপারে বলা হয়, তখন Present Tense প্রয়োগ করা হয়।
 She is sleeping.
সে ঘুমাচ্ছিলো।
Future Tense
যখন ভবিষ্যতে ঘটবে এমন কাজের ব্যপারে বলা হয়, তখন Future Tense এর প্রয়োগ করা হয়।
 I will study  tomorrow.
আমি কাল পড়াশুনা করব।

Past tense – অতীত কাল

যখন আমরা এমন কোন কাজের ব্যাপারে কথা বলি যেটি অতীতে সম্পন্ন হয়ে গেছে, তখন আমরা past tense এর প্রয়োগ করি। ইতিহাসের কোনো ঘটনার উল্লেখ করতে, বা এমনকি আপনার দিনটি কেমন কাটল তা বলতে  Past tense ব্যবহার করা যেতে পারে।

Example in
Affirmative Sentence
Negative Sentence
Interrogative Sentence
English
She went to sleep
She didn’t go to sleep
Did she go to sleep?
Bengali
সে ঘুমাতে গেল।
সে ঘুমাতে গেলনা।
সে কি ঘুমাতে গেল?
There are broadly three categories of past tense, namely: 
Tense
Description in Bengali
Example in English
Example in Bengali
Simple Past 
 এটি এমন কাজ বোঝায় যেটি অতীতে শুরু হয়ে অতীতেই শেষ হয়ে গেছে।  I went.
আমি গেলাম।
Past Continuous
 এটি এমন কাজ বোঝায় যেটি অতীতে শুরু হয়ে কিছু সময় ধরে নিরন্তর ছলেছে।
 I was going. 
আমি যাচ্ছিলাম।
Past Perfect
এটি অতীতে ঘটে যাওয়া কোন ঘটনার আগেই সম্পন্ন হওয়া কোন কাজ বোঝাতে ব্যবহার হয়
 I had gone there before she came.
সে আসার আগেই আমি ওখানে গেছিলাম।

 

Present Tense – বর্তমান কাল

যখন আমরা সেসব কাজের ব্যাপারে কথা বলি যেগুলি বর্তমানে করা হচ্ছে তখন আমরা Present Tense ব্যবহার করি।

Example in
Affirmative Sentence
Negative Sentence
Interrogative Sentence
English
She is sleeping
She is not sleeping
Is she sleeping?
Bengali
সে ঘুমাচ্ছে।
সে ঘুমাচ্ছে না।
সে কি ঘুমাচ্ছে?
There are broadly three categories of present tense, namely:
Tense
Description in Bengali
Example in English
Example in Bengali
Simple Present

যখন আমরা কোনো অভ্যাস বা চিরন্তন সত্যের ব্যাপারে বলতে চাই তখন Simple Present Tense  ব্যবহার করি

The sun rises in the east.
সূর্য পূর্ব দিকে ওঠে।
Present Continuous

যে কাজগুলি কথা বলার সময় ঘটছে সেগুলি বোঝাতে Present Continuous Tense ব্যবহার করা হয়।

The sun is rising. 
सूरज निकल रहा है।
Present Perfect

যে কাজগুলি সবেমাত্র শেষ হয়েছে সেগুলি বোঝাতে ব্যবহার করা হয়।

The sun has just risen. 
সূর্য সবে উঠেছে।

Future tense – ভবিষ্যৎ কাল

Future tense ভবিষ্যতে ঘটবে এমন কাজ বা ঘটনা বোঝায়। অর্থাৎ, যে কাজ বা ঘটনা এখনও শুরুই হয়নি কিন্তু ভবিষ্যতে কখনও সম্পন্ন হবে বা ঘটবে, এমনকি তা নিয়ে যদি অনিশ্চয়তাও থাকে তবু, সেইসব কাজ বা ঘটনাগুলির ব্যপারে বলার জন্য আমরা Future tense ব্যবহার করি।

Example in
Affirmative Sentence
Negative Sentence
Interrogative Sentence
English
She will sleep
She will not sleep
Will she sleep?
Bengali
সে ঘুমাবে।
সে ঘুমাবেনা।
সে কি ঘুমাবে?
There are broadly three categories of future tense, namely:
Tense
Description in Bengali
Example in English
Example in Bengali
Simple Future
ভবিষ্যতে ঘটবে এমন ঘটনার উল্লেখ করতে আমরা Simple Future Tense ব্যবহার করি।
 I will go.
আমি যাব।
Future Continuous
 ভবিষ্যতে কিছু সময় ধরে নিরন্তরভাবে চলবে এমন ঘটনা বোঝাতে Future Continuous Tense ব্যবহার করা হয়।
 I will be going.
আমি যেতে থাকব।
Future Perfect
যখন আমরা এমন ঘটনা বা কাজের ব্যাপারে বলতে চাই যেগুলি ভবিষ্যতে সম্পূর্ণ হবে তখন আমরা Future Perfect Tense ব্যবহার করি।
 I will have  gone by then. 
আমি ততক্ষণে চলে যাব।

Grammar Rule for Verb Tenses

ইংরেজিতে ক্রিয়ার কালের কিছু বহুল-ব্যবহৃত নিয়ম:
Tenses
Form of Verb
Example in English
Example in Bengali
Simple Past
 II Form
He came
সে এসেছিল।
Past Continuous
 Was/were + I form + ing
He was coming
সে আসছিল।
Past Perfect
 Had + III form 
He had come
সে এসে গেছিল।
Simple Present
 I form 
He comes
সে আসে।
Present Continuous
 Is/are + I form + ing
He is coming
সে আসছে।
Present Perfect
 Has/have + III form
He has come
সে এসে গেছে।
Simple Future
 Will + I form
He will come
সে আসবে।
Future Continuous
 Will + be + I form + ing
He will be coming
সে আসতে থাকবে।
Future Perfect
 Will + have + III form
He will have come
সে এসে যাবে।

button_alignment=”btn_center”]See in English[/dt_default_button]

You can use our free English learning app which helps you to come across a lot of important English topics & thus improve your English basics.