Verbs book

ক্রিয়াপদ বা verb হল একটি Part of Speech। যে শব্দের দ্বারা কাজ বোঝায় তাই’ই ক্রিয়া, যেমনঃ sleeping, eating, laughing, writing, ইত্যাদি। আমরা যে কাজই করি তাই ক্রিয়ার মাধ্যমে প্রকাশ করা হয়। ক্রিয়া প্রধানত তিন রকমের হয়ঃ

  • প্রথমত, যে কাজগুলি আমরা শারীরিকভাবে করিঃ swimming, reading, walking ইত্যাদি।
  • দ্বিতীয়ত, যে কাজগুলি আমরা মানসিকভাবে করিঃ to imagine, to think ইত্যাদি।    
  • তৃতীয়ত, যে শব্দগুলি আমাদের অতীত, বর্তমান বা ভবিষ্যৎ অবস্থা বঝায়ঃ is, are ,was, were ইত্যাদি।

উদাহরণঃ

  1. Om went to music class. এখানে “went” শব্দটি যাওয়া- অর্থাৎ, একটি কাজ বোঝাচ্ছে।.
  2. Meera guessed correctly. এখানে “guessed“ verb অনুমান করার কাজকে বোঝাচ্ছে।
  3. He was too arrogant . এখানে “ was” verb টি একজন ব্যক্তির অতীত-স্থিতিকে বর্ণনা করছে।

Types of Verbs

1. Transitive

যখনই ক্রিয়ার সাথে একটি বস্তু যুক্ত থাকে, তখন সেই verbs গুলিকে transitive verbs বলে. এগুলির সাথে সবসময় একটি বস্তু বা অবজেক্ট (object) যুক্ত থাকতেই হয়।

উদাহরণঃ

  1. Amit wrote a letter. এখানে, “letter” একটি object এবং “writing” হল ক্রিয়া। সুতরাং, “write” একটি transitive verb।
  2. My mother washed the vessels. এখানে, “vessels” হল object এবং “wash” একটি transitive verb।

2. Intransitive

এগুলি transitive verbs এর একদম বিপরীত। অর্থাৎ, এই ক্রিয়াগুলির জন্য কোন direct object প্রয়োজন হয়না।

উদাহরণঃ

  1. It is thundering. এখানে কোন direct object নেই, “thunder” একটি Intransitive  Verb।
  2. The thief ran. এখানে “run” একটি Intransitive  Verb।

3. Dynamic

Dynamic শব্দটির আক্ষরিক অর্থ হল সচল বা গতিশীল। Dynamic verbs যেকোনো  কাজ বা চলাফেরা বর্ণনা করতে প্রয়োগ করা হয়।

উদাহরণঃ

  1. Annie is playing Badminton. এখানে “playing” verb টি একধরণের গতিবিধির বিবরণ দিচ্ছে। তাই এটি একটি dynamic verb।
  2. Maria is going to school. এখানে “going” একটি dynamic verb।

4. Stative

Stative হল dynamic এর বিপরীত। তাই, stative verb গতি বা কাজের বদলে স্থিতি বা পরিস্থিতি বর্ণনা করে।

উদাহরণঃ

  1. This book belongs to my  father. এখানে “ belongs” একটি stative verb।
  2. He appears delighted. এখানে, “appears” একটি stative verb।

5. Linking

আমরা জানি একটি বাক্যের দুটি অংশ থাকে – subject (উদ্দেশ্য) এবং predicate (বিধেয়)। এই ক্রিয়াপদ্গুলি এই দুটি অংশকে সংযুক্ত করে।

উদাহরণঃ

  1. Anil is excited about his results. এখানে, “excited” হল linking verb।
  2. The eggs smell rotten. এখানে, “smell” হল verb।

6. Auxiliary

এগুলিকে helping verbs ও বলা হয় কারণ এগুলি main verb এর সহায়করূপে কাজ করে। বেশিরভাগ tense এর গঠনে এগুলি মুখ্য ভূমিকা পালন করে।

উদাহরনঃ

  1. Jyoti is writing a letter to her friend. এখানে Main verb হল “writing” এবং auxiliary verb হল “is”।
  2. Why are you laughing?  এখানে Main verb হল “laughing” এবং auxiliary verb হল “are”।

3 Forms of Verb and Their Importance

ইংরেজিতে tense এর ওপর ভিত্তি করে verbs তিন রকম রূপে বাক্যে ব্যবহৃত হয়।

  • Base Form :  Base form সবথেকে সরল রূপ। এর শেষে কোন অতিরিক্ত অক্ষর যোগ করতে হয়না। একে verb এর root form ও বলা হয়।  এর সাথে কোন prefix বা suffix যুক্ত করতে হয়না ( যেমন as –s, -ing, -en)।
  • Past Simple:  Past simple হল দ্বিতীয় রূপ, এটি base form এর শেষে d, ed or ied যুক্ত করে পাওয়া যায়।  যেসব বাক্যে এমন কাজ বর্ণনা করা হয় যেগুলি অতীতে শুরু হয়ে অতীতেই শেষ হয়ে গেছে সেখানে এর প্রয়োগ করা হয়।
  • Past Participle: Past participle হল তৃতীয় রূপ, এটি base form এর শেষে -ed, -d, -t যুক্ত করে পাওয়া যায়।  Past participle এর ক্ষেত্রে কিছু auxiliary verbs যেমন has, have, or had ও ব্যবহার করা হয়।

উদাহরণঃ

Base Form Past Simple Past Participle
Laugh Laughed Laughed
Break Broke Broken
Find Found Found
Have Had Had
Build Built Built
Shake Shook Shaken
Write Wrote Written
Drink Drank Drunk
See Saw Seen
Burst Burst Burst
Know knew Known

You can use our free English learning app which helps you to come across a lot of important English topics which helps you to improve your English basics.