Conjunctions

অর্থ

Conjunctions হল সেইসব শব্দ যেগুলি একাধিক খণ্ডবাক্য (clauses) বা বাক্যকে যুক্ত করতে ব্যবহৃত হয়। এগুলিকে “joining words” ও বলা হয়। Conjunctions এর কিছু উদাহরণ যেগুলি আপনি হয়ত দেখে থাকবেন বা সহজেই বুঝতে পারবেনঃ

They knocked down all the buildings and built a football stadium.

Are there three or four people living in that apartment?

My sneakers look great but are not very easy to wear.

We will take a look at the different types of conjunctions.

 

Coordinating Conjunctions

এগুলি ব্যাকরণগত ভাবে একই শ্রেণীর শব্দাদির মধ্যে সংযোগ স্থাপন করে। And, but, or ইত্যাদি কিছু বহুল ব্যবহৃত coordinating conjunctions। নিচে বিভিন্ন ধরনের coordinating conjunctions এর উদাহরণ দেওয়া হলঃ

 

Coordinating Conjunction এর ধরন বাক্যে প্রয়োগ ব্যাখ্যা
Connecting words Which do you like? Green or black? এখানে ‘green’ এবং ‘black’ শব্দদুটি ‘but’ এর মাধ্যমে যুক্ত
Connecting phrases The dress was very costly and not very comfortable. এখানে ‘and’ conjunction প্রয়োগ করে দুটি phrase বা বাক্যাংশকে যুক্ত করা হয়েছে
Connecting clauses There is free food available but some people don’t like things for free এখানে দুটি খণ্ডবাক্য বা clause ‘but’ শব্দ দ্বারা যুক্ত রয়েছে
Connecting sentences My brother used to be good at sports. But he had to stop participating in sports after he failed for a subject. এখানে দুটি পৃথক বাক্যের মধ্যে ‘but’ এর দ্বারা সংযোগ স্থাপন করা হয়েছে। এখানে দ্বিতীয় বাক্যটির শুরুতে conjunction টি বসানো হয়েছে।
Connecting Prefixes Pro- and aanti-liberalgroups marched towards the Assembly House. এখানে শুধু দুটি উপসর্গ বা prefix যুক্ত করা হয়েছে ‘and’ conjunction এর মাধ্যমে
Two word conjunctions Neither Ravi nor Ashok had been to Mumbai before

 

 

Both you and I know what the issue is.

Neither….. nor একটি  two word conjunction যেটা প্রথম বাক্যটিতে ব্যবহার করা হয়েছে। Both.. and হল অপর একটি two word conjunction।

 

 

 

 

 

Subordinating conjunctions

Subordinating Conjunctions হল সেইসব conjunctions যেগুলি main clause এবং subordinate clause এর মধ্যে সংযোগ স্থাপন করে। একটি উদাহরণের সাহায্যে এটি আরো পরিষ্কারভাবে বোঝা যাবেঃ

After we had talked over the telephoneI jotted down what we had discussed.

[subordinate clause]                                  [main clause]

 

Everyone enjoyed the movie although it had no proper story-line.

[main clause]                                            [subordinate clause]

You can use our free English learning app which helps you to come across a lot of important English topics that in turn help you to improve your English basics.