Prefix এর মানে
যে সকল বর্ণ বা বর্ণগুচ্ছ (letters) কিছু শব্দের শুরুতে লাগিয়ে আমরা শব্দগুলিকে নতুন অর্থ দিই সেই সকল বর্ণ বা বর্ণগুচ্ছকে prefix বলে (বাংলায় উপসর্গ)। Prefix ব্যবহার করে সাধারণত একটি নতুন শব্দ পাওয়া যায় যার অর্থ মূল শব্দটির থেকে আলাদা বা বিপরীত হয়। Prefix এর সাহায্যে একটি শব্দের সময়, স্থান বা রকম বর্ণনা করা যায়। কীভাবে prefix ব্যবহার করা হয় তার কিছু উদাহরণঃ
- I’m sorry I was unable to reach on time.
- Non-payment of rent could result in the tenant being asked to leave the house.
- Have you ever met an extraterrestrial being? (অর্থঃ একটি অন্য গ্রহের প্রাণী)
- The curry was overcooked and quite tasteless.