Noun – Introduction

Noun ইংরেজির সবথেকে সহজ part of speech, তাই  ব্যাকরণে সবার আগে আমরা noun শিখি।
Noun এর আক্ষরিক অর্থ হল “Name”, অর্থাৎ, এই বিশ্বের সমস্ত জীবিত এবং মৃত বস্তুর নামই হল noun।
যেকোনো ব্যক্তি, স্থান ,বস্তু বা প্রাণী – এসবেরই নামকে Noun বলা হয়।
উদাহরণ:- man, earth, cow, Delhi, water, Krishna, book, food ইত্যাদি।

উদাহরণ

Sentence Noun Explanation
Dog is barking. dog “dog” একটি পশুর নাম, তাই, “dog” একটি noun
I am fond of coffee. coffee “Coffee”একটি বস্তুর নাম, তাই, “coffee” একটি noun
My Ram is reading. Ram “Ram” একজন ব্যক্তির নাম, তাই, “Ram” ও একটি noun


Singular and Plural Nouns

Singular noun মানে একবচন noun, একটি জিনিস বা একজন ব্যাক্তি বোঝালে তাকে singular noun বলে।
যেমন:- Man, Village, Girl ইত্যাদি।

 

Plural noun মানে বহুবচন noun, অর্থাৎ দুই বা তার চেয়ে বেশি সংখ্যক ব্যক্তি বা বস্তু বোঝালে তাকে plural noun বলে।
যেমন:- Men, Villages, girl ইত্যাদি।

 

কিছু উদাহরণ:-

  • যখন suffix “s” লাগানো হয়:-

Singular

Plural

Flower

Flowers

Pen

Pens

Tree

Trees

Friend

Friends

 

  • যখন suffix “ies” লাগানো হয়:-

Singular

Plural

Fly

Flies

City

Cities

Stationery

Stationeries

 

  • যখন suffix “es” লাগানো হয়:-

Singular

Plural

Dish

Dishes

Bush

Bushes

Bunch

Bunches

 

  • যখন শব্দের শেষে “f” থাকে তখন suffix “ves” বসাতে হয় :-

Singular

Plural

Leaf

Leaves

Thief

Thieves

Wolf

Wolves

 

  • কিছু শব্দের ক্ষেত্রে singular এবং plural দুটোই এক:-

Singular

Plural

Hair

Hair

Fish

Fish

 

Genders

Noun কে Gender ওপর ভিত্তি করেও ভাগ করা যেতে পারে| আমরা জানি gender চার রকমের হয়- Masculine, Feminine, Neuter এবং Common genders.

            

Masculine Gender এর মানে পুংলিঙ্গ। যেমন:- man, husband, boy, dog, lion, prince, etc.
Feminine Gender এর মানে স্ত্রীলিঙ্গ।  যেমন:- woman, girl, mother, queen, lioness, wife, lady, etc.
Neuter Gender  যেসব noun masculine ও নয় আবার feminine ও নয় তাদের neuter gender বলে।. বেশিরভাগ জড়বস্তুকে এই বিভাগে রাখা হয়। গাছপালাও এর মধ্যে পরে। যেমন:- rose, pen, coffee, tree, computer, table, etc.
Common Gender যেসব noun masculine  ও হতে পারে আবার  feminine  ও হতে পারে তাদের common gender  বলে। যেমন:- doctor, teacher, physician, nutritionist, etc.

 

 

Types of Nouns

Proper Nouns Proper noun কোনো বিশেষ ব্যক্তি বা স্থানের নামকে বোঝায়। যেমন:- Sita, Delhi, Rocky ইত্যাদি। Meena likes painting.
এখানে “Meena”, একজন ব্যক্তির নাম।
Common Nouns Common noun কোনো শ্রেণীর নামকে বোঝায়, কোনো ব্যক্তিবিশেষ বা স্থানবিশেষকে বোঝায় না। যেমন:- girl, cat, city, book ইত্যাদি। There are many good schools nearby.

এখানে “schools” হল Common Noun।

Material Nouns Material noun হল সেইসব জিনিসের নাম যেগুলি থেকে বিভিন্ন দ্রব্যাদি প্রস্তুত করা হয়।

যেমন- cotton, gold, iron ইত্যাদি।

Iron is extracted from ores.

এখানে “Iron” হল Material Noun।

Compound Nouns যখন দুটি পৃথক শব্দকে জুড়ে একটি noun  বানানো হয়, তখন তাকে compound noun  বলে। যেমন:- toothpaste, six-pack, restroom ইত্যাদি। My house is near to the Post office.

এখানে “Post office” একটি Compound Noun।

Countable Nouns নাম থেকেই খানিকটা আন্দাজ করা যায় যে, যেসকল জিনিসের সংখ্যা গণনা করা সম্ভব সেগুলি সবই countable noun  | যেমন:- book, bag, television, bottle ইত্যাদি। I play with my dog.

এখানে একটি “dog” এর কথা বলা হয়েছে, এবং যেহেতু “dog” এর সংখ্যা গোনা সম্ভব তাই, এটি Countable Noun।

Uncountable Nouns যেসকল জিনিসের সংখ্যা গণনা করা সম্ভব নয় সেগুলি uncountable noun| যেমন:- air, soil, water, milk, cheese ইত্যাদি।  We need air to breathe.
“air”কে গোনা সম্ভব নয় তাই,
এটি Uncountable Noun।
Collective Nouns যেসব noun কোনো দল বা সমষ্টিকে বোঝায়, তাদের collective noun  বলে। যেমন:- gaggle, heap, herd ইত্যাদি। I saw the cricket team outside the airport.

এখানে “team” একটি Collective Noun।

Abstract Nouns Abstract noun  হল সেইসব জিনিস  যাদের দেখা বা ছোঁয়া যায়না, কেবল অনুভব করা যায়। যেমন:- anger, smile, knowledge, success ইত্যাদি। India got freedom in 1947.
এখানে “freedom”কে দেখা বা ছোঁয়া যায়না, কেবল অনুভব করা যায় তাই এটি Abstract noun।
Concrete Nouns যেসব বস্তুকে বাস্তবে দেখা বা ছোঁয়া যায় তাদের Concrete Nouns বলে। যেমন:- pencil, chair,  bed, car ইত্যাদি।

 

I have a broken chair.

এখানে “chair”কে দেখা বা ছোঁয়া যায় তাই এটি Concrete Nouns।


You can use our free learning app which helps you to come across a lot of important Hindi grammar topics which helps you to improve your Hindi basics.